Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ অক্টোবর ২০২১

ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড

ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড (প্রবর্তন। ১৯৮১ খ্রিঃ)

মূল্যমানঃ ২৫,০০০ টাকা; ৫০,০০০ টাকা; ১,০০,০০০ টাকা;  ২,০০,০০০ টাকা; ৫, ০০,০০০ টাকা;১০,০০,০০০ এবং ৫০,০০,০০০ টাকা

কোথায় পাওয়া যায়ঃ বাংলাদেশ ব্যাংক এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের তফসিলী ব্যাংকের শাখা,এক্সচেঞ্জ হাউস,এক্সচেঞ্জ কোম্পানী,যে কোন তফশিলী ব্যাংকের অথরাইজড ডিলার (AD) শাখা হতে ক্রয় করা যায়।

মেয়াদঃ ৫ (পাঁচ) বছর।

মুনাফার হারঃ ১২.০০ % 

 

ক্রমিক নং

সঞ্চয় স্কিমের নাম

মেয়াদ (উত্তীর্ণ হইলে)

বিদ্যমান মুনাফার হার

ক্রমিক ১-৯ এ বর্ণিত সকল সঞ্চয় স্কিমে ক্রমপুঞ্জীভূত বিনিয়োগের পরিমাণ:

১৫,০০,০০০ টাকা পর্যন্ত

১৫,০০,০০১ টাকা হতে ৩০,০০,০০০

৩০,০০,০০১ টাকা হতে ৫০,০০,০০০

৫০,০০,০০১ টাকা হতে তদূর্ধ্ব

পুনঃনির্ধারিত মুনাফার হার (%)

07

 

ওয়েজ আর্নার

ডেভেলপমেন্ট বন্ড

৬-মাস পর, কিন্তু ১২ মাসের পূর্বে

৮.৭০

৮.৭০

৭.৯৮

৭.২৫

৬.৫৩

১২-মাস পর, কিন্তু ১৮ মাসের পূর্বে

৯.৪৫

৯.৪৫

৮.৬৬

৭.৮৮

৭.০৯

১৮-মাস পর, কিন্তু ২৪ মাসের পূর্বে

১০.২০

১০.২০

৯.৩৫

৮.৫০

৭.৬৫

২৪-মাস পর, কিন্তু ৬০ মাসের পূর্বে

১১.২০

১১.২০

১০.২৭

৯.৩৩

৮.৪০

মেয়াদান্তে

১২.০০

১২.০০

১১.০০

১০.০০

৯.০০

 

যারা ক্রয় করতে পারবেনঃ

(ক) বৈধ ওয়েজ আর্নার নিজে বা আবেদনপত্রে উল্লিখিত ব্যক্তি বা বাংলাদেশে তার বেনিফিসিয়ারীর নামে বাংলাদেশী টাকা/ বৈদেশিক মুদ্রায় ক্রয় করা যায়।

(খ) বিদেশে বাংলাদেশ দূতাবাসে কর্মরত বাংলাদেশ সরকারের কর্মকর্তা ও কর্মচারীগণ ক্রয় করতে পারে।

 

ক্রয়ের ঊর্ধ্বসীমা: 01 (এক) কোটি টাকা।

 

অন্যান্য সুবিধাঃ

(ক) ৪০% থেকে ৫০% পর্যন্ত মৃত্যু-ঝুঁকির সুবিধা রয়েছে;

(খ) স্বয়ংক্রিয়ভাবে একাধিক মেয়াদের জন্য পুনঃবিনিয়োগ সুবিধা প্রদেয়;

(গ) ষান্মাসিকভিত্তিতে মুনাফা প্রদেয়;

(ঘ) বন্ডের বিপরীতে ঋণ গ্রহণের সুবিধা রয়েছে;

(ঙ) নমিনী নিয়োগ করা যায় / পরিবর্তন ও বাতিল করা যায়;

(চ) হারিয়ে গেলে, পুড়ে গেলে বা নষ্ট হলে ডুপ্লিকেট বন্ড ইস্যুর সুযোগ রয়েছে;

(ছ)এফসি একাউন্ট থাকার কোন বাধ্যবাধকতা নেই;

(জ) এ বন্ডে বিনিয়োগকৃত অর্থ ও অর্জিত মুনাফা আয়কর মুক্ত;