ইউ.এস. ডলার প্রিমিয়াম বন্ড (প্রবর্তনঃ ২০০২ খ্রিঃ)
মূল্যমান: ইউএস ডলার ৫০০; ইউএস ডলার ১,০০০; ইউএস ডলার ৫,০০০; ইউএস ডলার ১০,০০০ এবং ইউএস ডলার ৫০,০০০।
কোথায় পাওয়া যায়ঃবাংলাদেশ ব্যাংক এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের তফসিলী ব্যাংকের শাখা,এক্সচেঞ্জ হাউস,এক্সচেঞ্জ কোম্পানী,যে কোন তফশিলী ব্যাংকের অথরাইজড ডিলার (AD) শাখা হতে ক্রয় করা যায়।
মেয়াদ: ৩ (তিন) বছর।
মুনাফার হারঃ
ক্রমিক নং |
সঞ্চয় স্কিমের নাম |
মেয়াদ (উত্তীর্ণ হইলে) |
বিদ্যমান মুনাফার হার |
ক্রমিক ১-৯ এ বর্ণিত সকল সঞ্চয় স্কিমে ক্রমপুঞ্জীভূত বিনিয়োগের পরিমাণ: |
|||
১৫,০০,০০০ টাকা পর্যন্ত |
১৫,০০,০০১ টাকা হতে ৩০,০০,০০০ |
৩০,০০,০০১ টাকা হতে ৫০,০০,০০০ |
৫০,০০,০০১ টাকা হতে তদূর্ধ্ব |
||||
পুনঃনির্ধারিত মুনাফার হার (%) |
|||||||
08
|
ইউ.এস ডলার প্রিমিয়াম বন্ড |
১ম বছরান্তে |
৬.৫০ |
৬.৫০ |
৬.৫০ |
৬.৫০ |
৬.৫০ |
২য় বছরান্তে |
৭.০০ |
৭.০০ |
৭.০০ |
৭.০০ |
৭.০০ |
||
৩য় বছরান্তে |
৭.৫০ |
৭.৫০ |
৭.৫০ |
৭.৫০ |
৭.৫০ |
যারা ক্রয় করতে পারবেনঃ অনিবাসী বাংলাদেশী এবং বাংলাদেশী বংশোদ্ভূত বিদেশী নাগরিক।
ক্রয়ের ঊর্ধ্বসীমা: ০১ (এক) কোটি টাকার সমপরিমাণ ইউ এস ডলার.
অন্যান্য সুবিধাঃ
(ক) ১৫% থেকে ২৫% পর্যন্ত মৃত্যু-ঝুঁকির সুবিধা রয়েছে;
(খ) স্বয়ংক্রিয়ভাবে একাধিক মেয়াদের জন্য পুনঃবিনিয়োগ সুবিধা বিদ্যমান;
(গ) ষান্মাসিকভিত্তিতে মুনাফা প্রদেয়;
(ঘ) বন্ডের বিপরীতে ঋণ গ্রহণের সুবিধা রয়েছে;
(ঙ) নমিনী নিয়োগ করা যায়/ পরিবর্তন ও বাতিল করা যায়;
(চ) এফসি একাউন্ট থাকার কোন বাধ্যবাধকতা নেই;
(ছ) হারিয়ে গেলে, পুড়ে গেলে বা নষ্ট হলে ডুপ্লিকেট বন্ড ইস্যুর সুযোগ রয়েছে;
(জ)বাংলাদেশী মুদ্রা/ ডলার এ মুনাফা প্রদেয়;
(ঝ) এ বন্ডে বিনিয়োগকৃত অর্থ ও অর্জিত মুনাফা আয়কর মুক্ত।