Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ জানুয়ারি ২০২৩

কর্মবন্টন

 

এুমিক নং

পদের নাম

কার্যাবলী

০১

মহা-পরিচালক

অধিদপ্তরের যাবতীয় প্রশাসনিক ও আর্থিক কাজ সুষ্ঠভাবে সম্পাদনের নির্দেশনা প্রদান, প্রশাসনিক মমএণালয়ের সাথে সার্বক্ষনিক যোগাযোগ, সরকার কর্তৃক বিভিন্ন সময়ে জারীকৃত আদেশাবলী বাসতবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন, সকল প্রকার সঞ্চয় প্রকল্প বাসতবায়নের পদক্ষেপ গ্রহন, সঞ্চয়পত্র মুদ্রণ, বিতরণ, নীতিমালা প্রণয়ন ও ব্যুরোর সকল সমস্যার সমাধান ইত্যাদি সংশ্লিষ্ট বিষয়ে পদক্ষেপ গ্রহন, ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ,বদলী ও পদোন্নতি এবং ১ম ও ২য় শ্রেণীর কর্মকর্তাদের বদলী, কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালা ইত্যাদি বাসতবায়ন করণ। WB, IMF,UNCTAD ইত্যাদি আমতর্জাতিক সংসহার প্রতিনিধিদের সাথে বিভিন্ন সভা এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাঁদের সাথে যোগাযোগকরণ। এতদ্ব্যতীত জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ত্রৈমাসিক মুখপত্র প্রণয়ন।

০২

পরিচালক

প্রধান কার্যালয়ঃ

 

(ক) পরিচালক (প্রশাসন ও জনসংযোগ) মহা-পরিচালকের নির্দেশনা মোতাবেক অধিদপ্তরের সকল প্রশাসনিক কার্য সম্পাদনকরণ, নিয়োগ, বদলী, পদোন্নতি, সিলেকশন গ্রেড, টাইমস্কেল, বার্ষিক বর্ধিত বেতনসহ মানব সম্পদ উন্নয়নে যথাযথ কার্যক্রম গ্রহণ করা। ০৭(সাত) টি বিভাগে অবস্থিত জাতীয় সঞ্চয় আঞ্চলিক কার্যালয় ও এর  নিয়ন্ত্রনাধীণ ৬৪(চৌষট্টি) টি জেলা সঞ্চয় অফিস/ব্যুরো এবং ১৯(ঊনিশ) টি বিশেষ সঞ্চয় ব্যুরোর কার্যক্রম পরিচালনা ও তদারকীকরণ। এবং কর্মকর্তাদের বার্ষিক গোপনীয় প্রতিবেদনে অনুস্বাক্ষর প্রদান। এছাড়া সঞ্চয়পত্র ও বন্ডসমূহ বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে প্রচার-প্রচারনা অব্যহত রাখা। হ্যান্ডবিল, পুস্তিকা, পোষ্টার, ষ্টিকার, বর্ষপুঞ্জি ইত্যাদি ছাপানোর প্রদক্ষেপ গ্রহণ করা।

 

(খ) পরিচালক (অর্থ ও পরিকল্পনা) মহা-পরিচালকের নির্দেশনা মোতাবেক অধিদপ্তরের বাজেট প্রনয়ন, মন্ত্রণালয় হতে বাজেট আনয়ন ও সংশ্লিট সকল অফিসকে বাজেট বরাদ্দ করন, আয়-ব্যয়ের হিসাব সংরক্ষন, প্রশাসনিক মন্ত্রণালয় অর্থবিভাগ এবং প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের নিকট হিসাব প্রেরণ। অধিদপ্তরের উন্নয়নকল্পে বিভিন্ন পরিকল্পনা প্রনয়ণ ও বাস্তবায়নে যথাযথ কার্যক্রম গ্রহণ।

 

 (গ) পরিচালক (ব্যুরো ও পরিসংখ্যান) সঞ্চয়পত্রের কার্যক্রম সম্পর্কে ব্যুরো, ডাকঘর ও ব্যাংকের কর্মকর্তাদের প্রশিক্ষন প্রদান। সকল ব্যুরো, বাংলাদেশ ব্যাংক এবং ডাকঘর হতে বিনিয়োগ পরিসংখ্যান আনয়ন এবং বিনিয়োগ সমন্বিত করে প্রশাসনিক মন্ত্রণালয় অর্থ বিভাগ এবং মহা-হিসাব নিয়ন্ত্রকের নিকট পরিসংখ্যান প্রেরন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় , অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, ডাকঘর ও মহা-হিসাব নিয়ন্ত্রকের সাথে যোগাযোগ/ নিয়মিত সভার আয়োজন ও উদ্ভব সমস্যার সমাধান । দি সিকিউরিটি প্রিন্টিং প্রেসগাজীপুর হতে সঞ্চয়পত্র ও বন্ড ইত্যাদি মুদ্রণ; মুদ্রিত সঞ্চয়পত্র ও বন্ড সরবরাহ গ্রহণ, সঞ্চয়পত্রের মওজুদ হিসাব সংরক্ষণ, সকল ব্যাংক, ডাকঘর ও সঞ্চয় ব্যুরোতে সঞ্চয়পত্র, বন্ড, বিভিন্ন ফরম ও রেভজষ্ট্রার বিতরণ। বিনিয়োগ সংএুামত সকল তথ্যাদি সংরক্ষণ, ব্যুরো, ডাকঘর ও ব্যাংকে সঞ্চয়পত্র সম্পর্কীয় তদারকীকরণ।

 

(ঘ) পরিচালক (নীতি, অডিট ও আইন) নতুন নতুন সঞ্চয়পত্র ও বন্ড সংশ্লিষ্ট নীতিমালা প্রণয়ন। WB. IMF, UNCAD ইত্যাদি আন্তর্জাতিক সংস্থার সাথে যোগাযোগ করণ। ব্যুরো, ব্যাংক ও ডাকঘরে সঞ্চয় প্রকল্প সংএুামত বিষয়ে উদ্ভূত সমস্যা সমূহের আইনী সমাধানকরণ। সকল ব্যুরোর অডিট সম্পাদন, এক্ষেত্রে অডিট অাপত্তি হলে তা নিষ্পত্তীকরণ।  ব্যুরো, ডাকঘর ও ব্যাংকের কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান। ব্যুরো, ব্যাংক ও ডাকঘরে সঞ্চয় প্রকল্প সংএুামত বিষয়ে উদ্ভূত সমস্যা সমূহের আইনী সমাধানকরণ। অধিদপ্তরের অনিষ্পন্ন মামলা সমূহ নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ।

০৩ সিস্টেম এনালিস্ট জাতীয় সঞ্চয় অধিদপ্তরের কার্যক্রম অটোমেশনের লক্ষ্যে জাতীয় সঞ্চয় আঞ্চলিক কার্যালয়সহ সকল জেলা সঞ্চয় ব্যুরো বিশেষ সঞ্চয় ব্যুরোসমূহকে অটোমেশনের আওতায় আনয়নের লক্ষ্যে মহা-পরিচালকের নির্দেশ মোতাবেক কার্যক্রম গ্রহণ, নতুন নতুন প্রোগ্রাম তৈরী তা বাসতবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

০৪

উপ-পরিচালক

উপ-পরিচালক (প্রশাসন ও জনসংযোগ) পরিচালকের নির্দেশ মোতাবেক অধিদপ্তরের আওতাধীন কর্মকর্তা/ কর্মচারীদের বদলী, পদোন্নতি, সিলেকশন গ্রেড, টাইমস্কেল, বার্ষিক বর্ধিত বেতনসহ দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনায় যথাযথ কার্যক্রম গ্রহণ করা। পরিচালকের নির্দেশ মোতাবেক অধিদপ্তরে জনবল নিয়োগ ও তাদের উন্নয়নে যথাযথ কার্যক্রম গ্রহণ করা। এছাড়া সঞ্চয়পত্র ও বন্ডসমূহ বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে প্রচার-প্রচারনা অব্যহত রাখা। হ্যান্ডবিল, পুস্তিকা, পোষ্টার, ষ্টিকার, বর্ষপুঞ্জি ইত্যাদি নির্দেশ মোতাবেক ছাপানোর প্রদক্ষেপ গ্রহণ করা।

 

 

 উপ-পরিচালক (বাজেট ও পরিকল্পনা) পরিচালকের নির্দেশনা মোতাবেক অধিদপ্তরের বাজেট প্রনয়ন, মন্ত্রণালয় হতে বাজেট আনয়ন ও সংশ্লিট সকল অফিসকে বাজেট বরাদ্দ করন, আয়-ব্যয়ের হিসাব সংরক্ষন, প্রশাসনিক মন্ত্রণালয় অর্থবিভাগ এবং প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের নিকট হিসাব প্রেরণ। WB. IMF, UNCAD ইত্যাদি আন্তর্জাতিক সংস্থার সাথে যোগাযোগ করণ ও পরিচালকের নির্দেশ মোতাবেক অধিদপ্তরের উন্নয়নকল্পে বিভিন্ন পরিকল্পনা প্রনয়ণ ও বাস্তবায়নে যথাযথ কার্যক্রম গ্রহণ।

 

উপ-পরিচালক (ব্যুরো ও পরিসংখ্যান) পরিচালকের নির্দেশ মোতাবেক সঞ্চয়পত্রের কার্যক্রম সম্পর্কে ব্যুরো, ডাকঘর ও ব্যাংকের কর্মকর্তাদের প্রশিক্ষন প্রদান। দি সিকিউরিটি প্রিন্টিং প্রেসগাজীপুর হতে সঞ্চয়পত্র ও বন্ড ইত্যাদি মুদ্রণ; মুদ্রিত সঞ্চয়পত্র ও বন্ড সরবরাহ গ্রহণ, সঞ্চয়পত্রের মওজুদ হিসাব সংরক্ষণ, সকল ব্যাংক, ডাকঘর ও সঞ্চয় ব্যুরোতে সঞ্চয়পত্র, বন্ড, বিভিন্ন ফরম ও রেভজষ্ট্রার বিতরণ। বিনিয়োগ সংএুামত সকল তথ্যাদি সংরক্ষণ, ব্যুরো, ডাকঘর ও ব্যাংকে সঞ্চয়পত্র সম্পর্কীয় তদারকীকরণ। ব্যুরো, ব্যাংক ও ডাকঘরে সঞ্চয় প্রকল্প সংএুামত বিষয়ে উদ্ভূত সমস্যা সমূহের আইনী সমাধানকরণ। এছাড়া পরিচালকের নির্দেশ মোতাবেক সকল ব্যুরো, বাংলাদেশ ব্যাংক এবং ডাকঘর হতে বিনিয়োগ পরিসংখ্যান আনয়ণ এবং বিনিয়োগ সমন্বিত করে প্রশাসনিক মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং মহা-হিসাব নিয়ন্ত্রকের নিকট পরিসংখ্যান প্রেরণ। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ,অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, ডাকঘর ও মহা-হিসাব নিয়ন্ত্রকের সাথে যোগাযোগ/ নিয়মিত সভার আয়োজন ও উদ্ভব সমস্যার সমাধান ।

 

উপ-পরিচালক (নীতি, অডিট ও আইন) পরিচালকের নির্দেশ মোতাবেক নতুন নতুন সঞ্চয়পত্র ও বন্ড সংশ্লিষ্ট নীতিমালা প্রণয়ন। ব্যুরো, ডাকঘর ও ব্যাংকের কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান। সকল ব্যুরোর অডিট সম্পাদন, এক্ষেত্রে অডিট অাপত্তি হলে তা নিষ্পত্তীকরণ। অধিদপ্তরের আওতাধীন জেলা সঞ্চয় অফিস/ব্যুরোর অডিট ও তদারকীকরণ, বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য জেলা সঞ্চয় অফিস/ব্যুরোগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান, স্থানীয় ব্যাংক ও ডাকঘরের সাথে সংশ্লিষ্ট বিষয়ে যোগাযোগ রক্ষা করা। পরিচালকের নির্দেশ মোতাবেক অধিদপ্তরের অনিষ্পন্ন মামলা সমূহ নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ, সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ।

 

উপ-পরিচালক (আঞ্চলিক) দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনা, সার্বক্ষনিক ব্যুরো অডিট ও পরিদর্শন, নিয়মএনাধীন ব্যুরোগুলোর আর্থিক ও আইনী সমস্যার সমাধান, বিনিয়োগ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নিয়মএণাধীন ব্যুরোগুলোকে সএিুয় রাখার নির্দেশনার কার্যএুম, আওতাধীন এলাকার ব্যাংক, ব্যুরোগুলোর সমন্বয়ে সেমিনারসহ বিভিন্ন কার্যএুম গ্রহন করা। 

   ০৫

সহকারী পরিচালক

প্রধান কার্যালয়ঃ

 

সহকারী পরিচালক (প্রশাসন): উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক অধিদপ্তরের আওতাধীন কর্মকর্তা/কর্মচারীদের বদলী, পদোন্নতি, সিলেকশন গ্রেড, টাইমস্কেল, বার্ষিক বর্ধিত বেতনসহ দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনার নিমিত্ব সার্বিক সহযোগীতা করা।

 

সহকারী পরিচালক (জনসংযোগ): সঞ্চয়পত্র ও বন্ডসমূহ বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে প্রচার-প্রচারনা অব্যহত রাখা। হ্যান্ডবিল, পুস্তিকা, পোষ্টার, ষ্টিকার, বর্ষপুঞ্জি ইত্যাদি নির্দেশ মোতাবেক ছাপানোর প্রদক্ষেপ গ্রহণ করা।

 

সহকারী পরিচালক (ক্যাশ): অধিদপ্তরের প্রধান কার্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাদিসহ আয়ন-ব্যয়ন কর্মকর্তার নির্দেশ মোতাবেক অন্যান্য সকল প্রকার বিল যেমন: বাড়িভাড়া, বিদ্যুৎ বিল, পানির বিল, অন্যান্য আনুষাঙ্গীক ব্যয় বিল, তৈরীকরণ ও তা সংশ্লিষ্ঠ হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে জমা করনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

 

সহকারী পরিচালক (বাজেট ও পরিকল্পনা): উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক অধিদপ্তরের বাজেট প্রনয়ন, মন্ত্রণালয় হতে বাজেট আনয়ন ও সংশ্লিট সকল অফিসকে বাজেট বরাদ্দ করন, আয়-ব্যয়ের হিসাব সংরক্ষন, প্রশাসনিক মন্ত্রণালয় অর্থবিভাগ এবং প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের নিকট হিসাব প্রেরণ ইত্যাদি কাজে সার্বিক সহযোগীতা করা। WB. IMF, UNCAD ইত্যাদি আন্তর্জাতিক সংস্থার সাথে যোগাযোগ করণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন ও উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক অধিদপ্তরের উন্নয়নকল্পে বিভিন্ন পরিকল্পনা প্রনয়ণ ও বাস্তবায়নে যথাযথ কার্যক্রম গ্রহণ।

 

সহকারী-পরিচালক (ব্যুরো) উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক সঞ্চয়পত্রের কার্যক্রম সম্পর্কে ব্যুরো, ডাকঘর ও ব্যাংকের কর্মকর্তাদের প্রশিক্ষন প্রদান। দি সিকিউরিটি প্রিন্টিং প্রেসগাজীপুর হতে সঞ্চয়পত্র ও বন্ড ইত্যাদি মুদ্রণ; মুদ্রিত সঞ্চয়পত্র ও বন্ড সরবরাহ গ্রহণ, সঞ্চয়পত্রের মওজুদ হিসাব সংরক্ষণ, সকল ব্যাংক, ডাকঘর ও সঞ্চয় ব্যুরোতে সঞ্চয়পত্র, বন্ড, বিভিন্ন ফরম ও রেভজষ্ট্রার বিতরণ।

 

সহকারী-পরিচালক (পরিসংখ্যান) উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক সকল ব্যুরো, বাংলাদেশ ব্যাংক এবং ডাকঘর হতে বিনিয়োগ পরিসংখ্যান আনয়ণ এবং বিনিয়োগ সমন্বিত করে প্রশাসনিক মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং মহা-হিসাব নিয়ন্ত্রকের নিকট পরিসংখ্যান প্রেরণ। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ,অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, ডাকঘর ও মহা-হিসাব নিয়ন্ত্রকের সাথে যোগাযোগ/ নিয়মিত সভার আয়োজন ও উদ্ভব সমস্যার সমাধান । বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য জেলা সঞ্চয় অফিস/ব্যুরোগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান, স্থানীয় ব্যাংক ও ডাকঘরের সাথে সংশ্লিষ্ট বিষয়ে যোগাযোগ রক্ষা করা। বিনিয়োগ সংএুামত সকল তথ্যাদি সংরক্ষণ, ব্যুরো, ডাকঘর ও ব্যাংকে সঞ্চয়পত্র সম্পর্কীয় তদারকীকরণ।

 

সহকারী-পরিচালক (নীতি) উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক নতুন নতুন সঞ্চয়পত্র ও বন্ড সংশ্লিষ্ট নীতিমালা প্রনয়নে সার্বিক সহযোগিতা প্রদান ও ব্যুরো, ডাকঘর ও ব্যাংকের কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

 

সহকারী-পরিচালক (অডিট ও আইন) উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক সকল ব্যুরোর অডিট সম্পাদন, এক্ষেত্রে অডিট অাপত্তি হলে তা নিষ্পত্তীকরণ। স্থানীয়ও রাজস্ব অডিট অধিদপ্তরের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করা। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক অধিদপ্তরের অনিষ্পন্ন মামলা সমূহ নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ, সরকারের পক্ষে মামলা পরিচানার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ।

 

আঞ্চলিক কার্যালয়ঃ

উপপরিচালকঃ মহা-পরিচালকের নির্দেশনা মোতাবেক স্ব স্ব বিভাগীয় কার্যালয়ের আওতাধীন দপ্তরসমূহের প্রশাসনিক ও আর্থিক কাজ সুষ্ঠভাবে সম্পাদনের নির্দেশনা প্রদান। প্রধান কার্যালয়ের সাথে সার্বক্ষনিক যোগাযোগ, এবং প্রধান কার্যালয় কর্তৃক বিভিন্ন সময়ে জারীকৃত আদেশাবলী বাসতবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা। স্ব স্ব বিভাগের জেলা সঞ্চয় অফিস/ব্যুরো এবং বিশেষ সঞ্চয় ব্যুরোর কার্যক্রম পরিচালনা ও তদারকীকরণ।  কর্মকর্তা ও কর্মচারীদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন যথা সময়ের মধ্যে প্রধান কার্যালয়ে প্রেরণ। 

সহকারী পরিচালক (প্রশাসন) উপ-পরিচালকের নির্দেশ মোতাবেক আঞ্চলিক কার্যালয়ের সকল প্রশাসনিক কাজ সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

 

জেলা সঞ্চয় অফিস/ব্যুরো ও বিশেষ সঞ্চয় ব্যুরোঃ

 

সহকারী পরিচালকঃ প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয়ের নির্দেশনা মোতাবেক সকল প্রশাসনিক কার্যএুম সম্পাদন, দৈনন্দিন সঞ্চয়পত্র বিএুয় ও নগদায়নকরণ এবং এতদ্সংএুামত বিএুয় বিবরণী তৈরী ও রেজিষ্ট্রবর লিপিবদ্ধ করে সংরক্ষণ এবং সংশ্লিষ্ট অফিসে প্রেরণ করা। সংশ্লিষ্ট ব্যাংক ও সহানীয় ব্যাংক, ডাকঘরের সাথে সঞ্চয়পত্র নীতিমালা সংএুামত তথ্য প্রদান করা। এছাড়া সরকার কর্তৃক জারীকৃত আদেশ মাঠ পর্যায়ে বাসতবায়ন করা এবং জনগণকে সঞ্চয়ে উদ্বুদ্ধকরণ।

০৬

সহকারী প্রোগ্রামার

সিস্টেম এনালিস্ট এর নির্দেশ মোতাবেক সিস্টেম এনালিস্ট এর পরামর্শ অনুযায়ী নতুন নতুন প্রোগাম তৈরীকরণ এবং অটোমেশনের সকল কার্যএুমে সহায়তা করা।

০৭

সঞ্চয় অফিসার

জেলা সঞ্চয় অফিস/বুরো ও বিশেষ ব্যুরোর সহকারী পরিচালকের অধীনে থেকে তাঁর নির্দেশ অনুযায়ী দাপ্তরিক কাজ সম্পাদন এবং সহকারী পরিচালকের অনুপসিহতিতে ব্যুরোর ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করা।

০৮

সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর

মহা-পরিচালক ও পরিচালকগণের ব্যওিুগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করা।

০৯

হিসাব রক্ষক

ব্যুরোর দৈনন্দিন বিক্রয় ও ভাংগানো কাজ সম্পাদন করা, এতদসংক্রান্ত বিবরণী তৈরী, সংশ্লিষ্ট ব্যাংকের সাথে হিসাব মিলকরণ। ব্যুরোর লেনদেনের মাসিক বিনিয়োগ বিবরণী তৈরীকরণ।

১০

উচ্চমান সহকারী

অফিস/শাখা প্রধানের অধীনে থেকে দাপ্তরিক কাজের বন্টন অনুযায়ী দায়িত্ব পালন করা।

১১

সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

অফিস/শাখা প্রধানের অধীনে থেকে দাপ্তরিক কাজের বন্টন অনুযায়ী দায়িত্ব পালন করা ও সংশ্লিষ্ট চিঠিপত্র কম্পিউটারে কম্পোজ করা। ।

১২

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

অফিস/শাখা প্রধানের অধীনে থেকে দাপ্তরিক কাজের বন্টন অনুযায়ী দায়িত্ব পালন ও সংশ্লিষ্ট চিঠিপত্র কম্পিউটারে কম্পোজ করা।

১৩

ডাটা এন্ট্রি অপারেটর

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের কার্যক্রম অটোমেশনের লক্ষ্যে জাতীয় সঞ্চয় আঞ্চলিক কার্যালয়সহ সকল জেলা সঞ্চয় ব্যুরো ও বিশেষ সঞ্চয় ব্যুরোসমূহকে অটোমেশনের আওতায় আনয়ন সংএুামত কার্যএুম গ্রহণের ক্ষেত্রে দাপ্তরিক সকল কার্যাদি সম্পাদন করা।

১৪

গাড়ী চালক

সংশ্লিষ্ট কর্মকর্তার নির্দেশ মোতাবেক দপ্তরের নির্দিষ্ট গাড়ী চালানো।

১৫

বার্তা বাহক

অধিদপ্তরের প্রধান কার্যালয়ের ইস্যুকৃত চিঠিপত্র প্রশাসনিক মন্ত্রণালয় ও অন্যান্য দপ্তরে বিলিকরণ।

১৬

এম,এল,এস,এস

দৈনন্দিন দাপ্তরিক কাজে সহযোগিতা করা ।


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon