Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জানুয়ারি ২০২৫

ডাকঘর সঞ্চয় ব্যাংক- মেয়াদী হিসাব

ডাকঘর সঞ্চয় ব্যাংক-মেয়াদী হিসাবঃ

(প্রবর্তনঃ ১৮৭২ খ্রিঃ)

১। মুনাফার হারঃ  মেয়াদান্তে (৩ বছর) ১২.৩০%।

ক্রমিক নং

সঞ্চয় স্কিমের নাম

মেয়াদ (উত্তীর্ণ হইলে)

৭,৫০,০০০ টাকা পর্যন্ত

৭,৫০,০০১ টাকা হতে তদূর্ধ্ব

পুনঃনির্ধারিত মুনাফার হার (%)

 

ডাকঘর সঞ্চয় ব্যাংক-

মেয়াদী হিসাব

১ম বছরান্তে

১১.০৪%

১১.০০%

২য় বছরান্তে

১১.৬৫%

১১.৬১%

৩য় বছরান্তে

১২.৩০%

১২.২৫%

 
 

১,০০,০০০ (এক লক্ষ) টাকা বিনিয়োগ করলে মেয়াদান্তে ৩৩,৮৪০ (তেত্রিশ হাজার আটশত চল্লিশ) টাকা পাওয়া যায়। ১০% হারে উৎসে কর কর্তন ৩,৩৮৪.০০ (তিন হাজার তিনশত চুরাশি) টাকা এবং নীট প্রদেয় মুনাফা ৩০,৪৫৬ (ত্রিশ হাজার চারশত ছাপ্পান্ন) টাকা। তবে ১ (এক) বছর, ২ (দুই) বছর অথবা ৩ (তিন) বছর মেয়াদী হিসাব খোলা যায়। একক অথবা যৌথ নামে একজন ব্যক্তি কেবল মাত্র একটি মেয়াদী হিসাব খুলতে পারবেন।

২। যারা বিনিয়োগ করতে পারেনঃ

      (ক) সকল শ্রেণি ও পেশার বাংলাদেশী নাগরিক।

৩। বিনিয়োগের ঊর্ধ্বসীমাঃ একক হিসেবে ১০ লক্ষ টাকা অথবা যুগ্ম হিসেবে ২০ লক্ষ টাকা।

৪। অন্যান্য সুবিধাঃ      

(ক)  সকল শ্রেণি ও পেশার বাংলাদেশী নাগরিক এ হিসাব খুলতে পারবেন;

(খ)   নমিনি নিয়োগ /পরিবর্তন ও বাতিল করা যায়।

      (গ)  ক্রেতার মৃত্যুর পর নমিনি এ হিসাব নগদায়ন করতে পারেন অথবা মেয়াদ পূর্ণ হওয়ার পর উত্তোলন করতে

            পারেন।

-০-