ডাকঘর সঞ্চয় ব্যাংক
(প্রবর্তনঃ ১৮৭২ খ্রিঃ)
১। মুনাফার হারঃ ৭.৫% (সরল হারে);
সঞ্চয় স্কিমের নাম |
মেয়াদ (উত্তীর্ণ হলে) |
বিদ্যমান মুনাফার হার |
১৫,০০,০০০ টাকা পর্যন্ত |
১৫,০০,০০১ টাকা হতে ৩০,০০,০০০ |
৩০,০০,০০১ টাকা হতে তদূর্ধ্ব |
ডাকঘর সঞ্চয় ব্যাংক-সাধারণ হিসাব |
- |
৭.৫০% |
৭.৫০% |
৭.৫০% |
৭.৫০% |
২। যারা বিনিয়োগ করতে পারবেন :
(ক) সকল শ্রেণি ও পেশার বাংলাদেশী নাগরিক।
৩। বিনিয়োগ করতে যা যা প্রয়োজন : ক্রেতার ২ (দুই) কপি (পিপি সাইজ) ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং নমিনি থাকলে প্রত্যেকের ২ (দুই) কপি (পিপি সাইজ) ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৪। বিনিয়োগের উর্ধ্বসীমা : একক নামে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা অথবা যুগ্ম-নামে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা।
৫। অন্যান্য সুবিধা: (ক) নমিনি নিয়োগ/ পরিবর্তন ও বাতিল করা যায়; (খ) এক মাসেরও মুনাফা প্রদান করা হয়।